শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের এমপিরা সংসদে আসলে স্বাগত জানাব: কাদের

ঐক্যফ্রন্টের এমপিরা সংসদে আসলে স্বাগত জানাব: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেয়ার সিদ্ধান্ত ইতিবাচক। এটাকে আমি ইতিবাচক হিসেবে নিচ্ছি। এটা তো ভালো। তারা সংসদে আসলে অবশ্যই আমরা স্বাগত জানাব।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে এক মতবিনিময়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা চাই তারা আলোচনা করবেন, বিতর্কে অংশ নেবেন। তারা যতই সমালোচনা করবেন, ততই গণতন্ত্র শক্তিশালী হবে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদে আসার আমন্ত্রণ জানিয়ে ফোন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সেক্রেটারি যদি বলেন পক্ষপাতমূলক নির্বাচন হয়েছে। তাহলে তিনি কী পক্ষপাতমূলকভাবে নির্বাচিত হয়েছেন? তিনি কিভাবে নির্বাচিত হলেন? তিনি কারো দয়ায় নির্বাচিত হননি। এটা তার অধিকার। তাকে ফোন করে আনতে হবে কেন?- প্রশ্ন উত্থাপন করেন কাদের।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিএনপি গণভবনে যাবে না, এটাকে আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেখুন এই নির্বাচন ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ ডোনাল্ট ট্রাম্পও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক সঙ্গে কাজ করার আগ্রহও দেখিয়েছেন। ফলে নির্বাচন নিয়ে বিএনপি কেন বিতর্ক তৈরির চেষ্টা করছে, এটা আমার বোধগম্য নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, অস্ট্রেলিয়া এবং জাপানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতসহ সার্কভুক্ত দেশগুলো অনেক আগেই শুভেচ্ছা জানিয়েছে। এখন বিএনপি যে চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, সেটাতে কিন্তু তারা ফেল (ব্যর্থ) করেছে। তাদের এই অপচেষ্টা সফল হয়নি। যুক্তরাষ্ট্রসহ সারা দুনিয়ার বিভিন্ন দেশে তারা চিঠি লিখেছে, তাতে কেউ সারা দেয়নি। সবাই নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

কাদের আরো বলেন, এমতাবস্থায় তারা যে কয়টা আসনই পেয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি কোনো যুক্তিসংগত বিষয় সংসদে উপস্থাপন করেন, তাহলে আমরা সেটা বিবেচনা করব। ফেব্রুয়ারির দুই তারিখে সব দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারা আসতে পারেন। এটা একটা গার্ডেন পার্টি। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তারা কেন আসবেন না, এটা একান্তই তাদের ব্যাপার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর