রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

কাজিপুরে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

কাজিপুরে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। শুক্রবার উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্কাফিজুর রহমানের উপস্থিতিতে এ নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করা হয়। এসময় এক কেজি ওজনের এক হাজার নয়শ নব্বইটি ফুরাডানের প্যাকেট ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী, টি এম কামাল, আশরাফুল আলম প্রমুখ।

এ সময় উপস্থিত শাহিনুর আলম নামের এক কৃষক বলেন, আমরাতো আগে জানতাম না এটা ক্ষতিকর। আলুর জমিতে এই ফুরাডান ব্যবহার করতাম আমরা। আজ থেকে আর ব্যবহার করবো না।’ আব্দুল মান্নান নামের এক কৃষক বলেন, দোকানদার পোকা মারার জন্যে খালি এই ফুরাডান দেয়। এটা যে সম্পূর্ণ নিষিদ্ধ আগে জানি নাই। সবাইকে এটা ব্যবহার করতে মানা করবো।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোনামুখী এলাকার একটি কীটনাশকের দোকান থেকে নিষিদ্ধ ফুরাডান জব্দ করা হয়। সেই জব্দকৃত কীটনাশক ফুরাডান কৃষকদের উপস্থিতিতেই ধ্বংস করা হয়। পাশাপাশি কৃষকদের সচেতন করা হয়েছে তারা যেন কার্বফুরান গ্রুপের ফুরাডান জমিতে ব্যবহার না করেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ভুলভাল বুঝিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃষকদের কাছে নিষিদ্ধ কীটনাশক বিক্রি করেন। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরাই। কৃষকদের আরও সচেতন হতে হয়ে কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে।

সর্বশেষ:

শিরোনাম: