রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে রেল স্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে রেল স্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সংগৃহীত

সিরাজগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান জানান, মহিলাটি দীর্ঘদিন ধরে রেল স্টেশন এলাকায় ঘুরে বেড়াতো। তাকে পাগলি হিসেবে এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করতো। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হয়তো তিনি অসুস্থতার কারণে মারা যেতে পারেন।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, রেল লাইনের পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সন্ধান চলছে।

সর্বশেষ: