মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে রোপা আমনের চারা বিক্রির ধুম

সিরাজগঞ্জে রোপা আমনের চারা বিক্রির ধুম

সংগৃহীত

সিরাজগঞ্জে রোপা আমন ধানের চারা বিক্রির ধুম পড়েছে। বৃষ্টি হওয়ায় কৃষকরা রোপা আমন চারা রোপণে ব্যাস্ত সময় পার করছে। সেই সঙ্গে চারা বিক্রির ধুম পড়েছে। অধিক ফলন মিলবে এমন নানা জাতের ধানের চারা কৃষকেরা রোপণ করছেন। যারা চারা উৎপাদন করতে পারেননি তারা স্থানীয় হাট থেকে চারা কিনে ক্ষেতে রোপণ করছে। জেলার বিভিন্ন হাটে এক পণ (৮০ মুঠা) ধানের চারা আড়াই থেকে তিনশো টাকায় কেনাবেচা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৭৫ হাজার ৮০৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই এ চাষাবাদে বীজতলা ৪হাজার ১৮১ হেক্টর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে। সেখান থেকে চারা উত্তোলন করে এখন পুরোদমে রোপণ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১৩ হাজার ৩৮০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসাবে দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি হাটে আলী আশরাফ নামে একজন ব্যবসায়ী বলেন, তিনি গুটি স্বর্ণা, স্বর্ণা, ২৯, ৩৯, ৪৯ সহ আরো নানা জাতের ধান চারা বিক্রি করছেন। প্রতিপন (৮০ মুঠা) ৩শ সাড়ে ৩শ টাকা বিক্রি করছেন। অনেক কৃষক নিজেদের জমিতে চারা লাগানোর পর বাড়তি চারা এনেও ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।

আবার কেউ কেউ নিজেরা রোপা আমন ধানের বীজতলা করে সে চারা এখন তুলে এনেও বিক্রি করছেন। রবিউল করিম নামে অপর এক ব্যবসায়ী বলেন, এক পণ (আশি মুঠোয় এক পণ) চারা এখন প্রকারভেদে ৩শ সাড়ে ৩শ টাকায় বিক্রি করছেন। কৃষকদের কাছে গুটি স্বর্ণা ও স্বর্ণা-৫ জাতের ধান চারার চাহিদা বেশি বলে জানান।

সিরাজগঞ্জ বারাকান্দি গ্রামের কৃষক আব্দুল মমিন বলেন, আমি আমার ১ বিঘা জমিতে ধানের চারা বপন করেছি। চারা বিক্রি করে গত বছরের তুলনায় এবার বেশি লাভবান হচ্ছি।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের কৃষক আজিজ সরকার বলেন, গত মাস থেকে রোপা আমন চাষাবাদে জমি প্রস্তুতে জমিতে ধানের চারা রোপণও শুরু করা হয়েছে। তবে টানা বর্ষণে এ চাষাবাদ এগিয়ে যাচ্ছে। অতি বর্ষণে অনেক কৃষকের বীজতলা বিনষ্ট হবার কারণে অনেক স্থানে চারা সংকট ও তার মূল্য বৃদ্ধি ঘটেছে। বিশেষ করে শস্যভাণ্ডার খ্যাত উল্লেখিত উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদে শ্রমিক (কামলা) সংকটের সৃষ্টি ও মজুরি বৃদ্ধি পেয়েছে। এমনকি চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ রোপা আমন চাষাবাদও শুরু করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ইতিমধ্যেই এক হাজার ৯২০ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধান চারা লাগানো হয়েছে এবারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রোপা আমন ধানের আবাদে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক এক ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহিদ সরকার বলেন, প্রতিবছরের ন্যায় এবারো রোপা আমন চাষাবাদ শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতে বীজতলা কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চারা সংকট ও মূল্য বৃদ্ধির আশঙ্কা তেমন নেই। ইতোমধ্যেই প্রায় ৬০ হাজার ৫০৮ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ: