মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জের শ্রী কৃষ্ণের ৫ হাজার ২৫২তম আর্বিভাব দিবস উদযাপন

সিরাজগঞ্জের শ্রী কৃষ্ণের ৫ হাজার ২৫২তম আর্বিভাব দিবস উদযাপন

সংগৃহীত

সনাতন ধর্মালম্বী (হিন্দু) সম্প্রদায়ের অন্যতম অবতার ভাগবান শ্রী কৃষ্ণের ৫হাজার ২৫২তম আর্বিভাব দিবস উপলক্ষে সিরাজগঞ্জে অলোচনা সভা, বর্ণাঢ্য শোভা যাত্রা, শ্রী কৃষ্ণের ভোগ পূজা ও প্রসাদ বিতরণ, চিত্রাংকন, রচনা ও গীতাপাঠ প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের দরগা রোড এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সত্য নারায়ণ সারদা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও ব্রাহ্মণ সংসদ জেলা কমিটির সভাপতি অশোক ব্যানার্জী প্রমুখ।

সর্বশেষ: