বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

প্রথম বছরেই শসা চাষ করে বাজিমাত করেছে কামারখন্দের শাহাদাত

প্রথম বছরেই শসা চাষ করে বাজিমাত করেছে কামারখন্দের শাহাদাত

সংগৃহীত

সম্প্রতি চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নে নিজ জমিতে বিজপাতার কাঞ্চন ও তুষারা আরজেড জাতের শসা চাষ করে বাজিমাত করেছে কামারখন্দের শাহাদাত। এছাড়া ২০ শতক জমিতে লেবু চাষ করেও ভাল ফলন পেয়েছেন তিনি। তার এই সাফল্যে আরও অনেক যুবক কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে ।

শাহাদাত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল কাশিয়াহাটার ছানোয়ার হোসেন মুন্সির ছেলে ।

শাহাদাত জানান, আমি আমান গ্রুপের প্রতিষ্ঠান আমান টেক্স লিঃ এর আর এন্ড টি অফিসার হিসেবে মাসিক ৩০ হাজার টাকা বেতনে চাকরি করতাম। কিন্তু সেখানে অন্যের অধীনে কাজ করে কোন মজা পেতাম না । তাই চাকরি ছেড়ে নিজ জমিতেই চাষাবাদ শুরু করি। প্রথমে ২০ শতক জমিতে লেবু গাছ লাগাই পরে আরো এক বিঘা জমিতে শসা চাষ করি। ফলন ভালো হওয়ায় এখন আমি প্রতিদিন ৪-৫ মন শসা বাজারে ১৮শ থেকে ২হাজার টাকা মন বিক্রি করছি। এবং সেই সাথে ২০-৩০ কেজি লেবু বিক্রি করছি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত দুই জমিতে আমার খরচ হয়েছে প্রায় ৫০-৬০ হাজার টাকা। আর বিক্রি করেছি ৭০-৮০ হাজার টাকার মত। পুরো রমজান মাস বিক্রি করতে পারলে আশা করা যায় তিন মাসেই আমার আয় হবে প্রায় দেড় লক্ষ টাকা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়া সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই। তার কৃষি খামারে আমাদের লোক সার্বক্ষণিক দেখাশোনা করছে। তাকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি । তার এই আধুনিক কৃষিকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবো। উপজেলা কৃষি অফিস সবসময় তার পাশে আছে।