বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

কামারখন্দে মাংসের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

কামারখন্দে মাংসের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত

মাংসের দোকানে মূল্যতালিকা না থাকা ও গরুর মাংসের দাম বেশি রাখার অভিযোগের প্রেক্ষিতে সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল বাজারে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল সাড়ে দশটায় কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন। অভিযানে মাংস ব্যবসায়ীদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একেক জনের কাছের একেক রকম দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় উপজেলার চরটেংরাইল গ্রামের মো. ঠান্ডুকে তিন হাজার টাকা, উপজেলার বাড়াকান্দি গ্রামের আতাউর রহমানকে দুই হাজার এবং উপজেলার কর্ণসূতি গ্রামের মো. সুরুতজামানকে এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন।

সর্বশেষ: