বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি উত্তর পাড়া এলাকার মৃত হবিবর প্রামানিকের ছেলে আব্দুল বারী (৬০) ও একই জেলার শাহজাদপুর থানার ঘোড়শাল নতুনপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আকাশ আলী (১৯)।

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বাংলাদেশ প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: