সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কাজিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে জয় এমপি

কাজিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে জয় এমপি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের বাঐখোলা গ্রামে গত বৃহঃপ্রতিবার (৮জুন) সন্ধ্যা ৭টায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ৭টি পরিবারকে ব্যাক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করলেন। কাজিপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

শুক্রবার (৯ জুন) সকাল ১১ টায় মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে সরজমিনে গিয়ে, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের হাতে। ২টি কম্বল, ১ টি পাটি, ১টি বেডসিট, ২টি পাতিল, ২টি চামচ, ৫ টি প্লেট, ১ টি বদনা,, ১টি মগ, ও ১টি করে গ্লাস সহায়তা করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল সময় সকল জায়গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশক্রমে আপনাদের পাশে আছি। আপনারা টেনশন করবেন না যতটুকু ক্ষতি হয়েছে, সেটা হয়তোবা আমরা একসাথে পূরন করতে পারবনা।

গতকাল রাতে এমপি মহোদয় বিষয়টি শোনার সাথে সাথে আমাদের ঘটনাস্থলে আসার জন্য নির্দেশ দেন। আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন থেকে এসে যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করেছি। এবং আজকে মাননীয় এমপি সাহেব ও আমার ব্যাক্তিগত তহবিল থেকে আপনাদের জন্য সামান্য কিছু সহযোগিতা করলাম। আমাদের নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় আপনাদের কাছে আসবেন আপনাদের পাশে থেকে খোজ খবর নিবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন। অগ্নিকাণ্ডের বিষয়ে কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। আমরা তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারিনি। তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে মেম্বার সবুজ মিয়া জানান যে ৫টি ক্ষতিগ্রস্ত ২টি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের ১৬টি ঘর ও আসবাপত্র চাউল নগত কিছু টাকা পূড়ে ছাই হয়ে গেছে।

এতে করে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে, নদি ভাঙ্গা অসহায় পরিবারের পক্ষে এ ক্ষতি থেকে উঠে দাঁড়ানো সম্ভব না। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন। এসময় উপস্তিত ছিলেন শরিফুল ইসলাম কুড়ান কাউন্সিলর ও সাংগঠনিক সম্পাদক কাজিপুর পৌর আওয়ামী লীগ। বাঐখোলা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মী ও সাংবাদিক বৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ