সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ শহরে যাত্রা শুরু করল ‘পুলিশ ক্যাফে’

সিরাজগঞ্জ শহরে যাত্রা শুরু করল ‘পুলিশ ক্যাফে’

সিরাজগঞ্জ শহরের কালেক্টরের চত্বরে অবস্থিত পুলিশ সুপার কার্যালয়ের সামনে নান্দনিক পরিবেশে ভোজনবিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে ‘পুলিশ ক্যাফে’। শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে এ ক্যাফের যাত্রা শুরু হয়েছে।

সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত কো-অপারেটিভ সোসাইটির আওতায় এটি পরিচালিত হবে। প্রত্যেক জনসাধারণের জন্য এটি থাকবে উন্মুক্ত। সকল শ্রেণী-পেশার মানুষ এখানে আসতে পারবেন এবং খেতে পারবেন। এখানে দুপুর ও রাতের খাবারের পাশাপাশি সকালের নাস্তায় থাকবে উন্নত ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা।

তরুণ স্থপতি তরিকুল ইসলাম অপুর তত্ত্বাবধানে পুলিশ ক্যাফে এর অভ্যন্তরে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনীতে ঘেরা নান্দনিক পরিবেশ, রয়েছে আলোকসজ্জা। থাকছে পরিবার-পরিজন নিয়ে উন্মুক্ত পরিবেশে সময় কাটানোর বাড়তি বিনোদন ব্যবস্থা। পাশেই গড়ে তোলা হয়েছে আধুনিক শপিংমল। যেখানে পাওয়া যাবে নতুন নতুন সব শো-পিচ, সাজসজ্জার আধুনিক পণ্যসামগ্রী ও উন্নত পোশাক।
শুক্রবার সন্ধ্যায় এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার হাসিবুল আলম। অনুষ্ঠানে পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগত অতিথিরা সিরাজগঞ্জ জেলা সদরে ব্যক্তি উদ্যোগে এত সুন্দর ও মনোরম পরিবেশ এবং প্রশাসনিক এলাকায় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ‘পুলিশ ক্যাফে’ স্থাপন করায় পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।

এ সময় জেলা পরিষদ প্রশাসক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, সিরাজগঞ্জ জেলা শহরে একটি উন্নতমানের খাবারের পরিবেশ এবং প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর জায়গার খুবই অভাব ছিল। নান্দনিক পরিবেশে গড়ে উঠা এই ক্যাফে মানুষের সেই অভাব দুর করবে।

পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ব্যক্তিগত অর্থায়নে এবং কিছু মানুষের আর্থিক সহায়তায় এটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সকল শ্রেণী-পেশার মানুষজন উন্নত ও মানসম্মত খাবারের পাশাপাশি বাড়তি বিনোদন এবং পছন্দমত বিভিন্ন পণ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। বেসরকারি লোকজনদের দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও আগতদের সার্বিক সেবা ও নিরাপত্তার বিষয়টি পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হবে।

প্রত্যেক জনসাধারণকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে এই ক্যাফেতে আসার জন্য আহবান জানিয়েছেন পুলিশ সুপার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ