সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আ.লীগ সবাই করতে পারবে, তবে নেতৃত্বে আসবে ত্যাগীরা : তথ্যমন্ত্রী

আ.লীগ সবাই করতে পারবে, তবে নেতৃত্বে আসবে ত্যাগীরা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। আপনার একটি খারাপ আচরন সরকারের সকল অর্জনকে নষ্ট করে দেয়। আওয়ামীলীগ সবাই করতে পারবে, তবে নেতৃত্বে আসবে ত্যাগীরাই। দলের খারাপ সময়ে যারা মাঠে থাকবে তাদের মুল নেতৃত্বে আনতে হবে। শনিবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভাচুর্য়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্মসাধারন সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের মানুষের ক্ষুদা দারিদ্র দুর করেছেন তিনি। আমরা এখন নানা দূর্যোগে বিভিন্ন দেশকে খাদ্য সহায়তা করি।

তারপরও বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা প্রতিদিন সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালাচ্ছে। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। দেশ বদলে গেছে। ৬ বছর পর শনিবার সকালে থানা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান। পরে দলীয় কার্যালয় চত্বরে থানা আথলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন বলেন, হাইব্রিডদের দিন শেষ, এখন ত্যাগী ও দলের দুর্দিনের কর্মিদের মুল্যায়নের সময় এসেছে।

তিনি আরও বলেন,শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি জাতিসঙ্গে সবচেয়ে বেশি বক্তব্য রেখেছেন। তিনি ১৭ বার বক্তব্য রেখে রেকর্ড গড়েছেন। যা বিশ্বের অন্য কোন রাষ্টপ্রধান দিতে পারেনি। তার সুযগ্যে নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। কোন ষড়যন্ত্র শেখ হাসিনার অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম,স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল, বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আথলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল দাস, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য প্রমুখ। সভা পরিচালনা করেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজগর আলী বি.এস.সি। পরে তৃর্ণমূল নেতাকর্মীরা ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ডা. আবদুল হাই সরকার ও সাধারন সম্পাদক পদে আজগর আলী বিএসসি বিজয়ী হন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ