রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কাজিপুরে চরাঞ্চলের করোনা আক্রান্তরা পেলো যুবলীগের সহায়তা

কাজিপুরে চরাঞ্চলের করোনা আক্রান্তরা পেলো যুবলীগের সহায়তা

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা আক্রান্তদের তালিকা  সংগ্রহ করে সহযোগিতা দিয়ে চলেছেন কাজিপুর উপজেলা যুবলীগ। । সকাল থেকে রাত পর্যন্ত করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, ফলমূল ও লেবু প্যাকেটজাত করে দিচ্ছেন।

এছাড়া সাবান, স্যানিটাইজার ও এক বাক্স মাস্কের প্যাকেট তারা করোনা রোগির বাড়িতে গিয়ে দিয়ে আসছেন। শনিবার(১৭ জুলাই)  উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের নেতৃত্বে করোনা সহায়তা টিমটি চরাঞ্চলের নিশ্চিন্তপুর, তেকানি, নাটুয়ারপাড়া ও খাসরাজবাড়ী ইউনিয়নে আক্রান্তদের বাড়িতে গিয়ে সহায়তা সামগ্রি দিয়ে আসেন। করোনা রোগিদের স্বাস্থ্যকেন্দ্রে নেয়া এবং তাদের খাবার সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্যে তারা একটি সিএনজি আটোরিক্সা কিনেছেন। এ পর্যন্ত তারা দুই শতাধিক করোনা পজেটিভ রোগির বাড়িতে সহায়তা পৌঁছে দিয়েছেন।

যুবলীগ সভাপতি বিপ্লব সরকার জানান,  মহামারির এই সময়ে   জয় সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। উনি দেশে নেই। কাজেই দায়িত্ব আরও বেড়ে গেছে।  এখান থেকে করোনাকালিন সময় পর্যন্ত কাজিপুরে এই ব্যবস্থা চলমান থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: