শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চৌহালীতে জনতাকে নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন উপজেলা নির্বাহী অফিসার

চৌহালীতে জনতাকে নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন উপজেলা নির্বাহী অফিসার

সংগৃহীত

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর হাজার জনতা নিয়ে ‘মুজিব’ একটি জাতির রূপকার সিনেমা দেখলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি চৌহালীর হাজার জনতা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি -বেসরকারি কর্মকর্তা/ কর্মচারীগণসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী নিয়ে উপভোগ করেছেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান ।

বুধবার (৬ মার্চ ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি উপভোগ করেন তারা। চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রাণী সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও চৌহালী থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক ও এসআই আব্দুল হালিমসহ হাজার জনতা চৌহালী সরকারি কলেজ মাঠে এ সিনেমাটি উপভোগ করেন। প্রসঙ্গ :- গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।

ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, চলচ্চিত্রটি আমি আগে দেখেছি। দেখেই সবার প্রথমে ইচ্ছে ছিলো চৌহালীর মানুষকে দেখানোর। কিন্তু এখানে কোনও সিনেমা হল না থাকায় সম্ভব হয়ে উঠছিলো না। অবশেষে জেলা তথ্য অধিদপ্তরের সহযোগিতায় প্রদর্শন হলো।

শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়কে বিশেষ ধন্যবাদ দুটি উপজেলার মধ্যে চৌহালীকে নির্বাচন করার জন্য। এভাবেই স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়ুক চৌহালীর সর্বক্ষেত্রে।

সর্বশেষ: