সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম আজীবন নক্ষত্র হয়ে থাকবেন-নানক

বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম আজীবন নক্ষত্র হয়ে থাকবেন-নানক

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম আজীবন নক্ষত্র হয়ে থাকবেন। তার মৃত্যুতে আমাদের ক্ষতি আজীবন পুরণ হবে না। এ আপোষহীন নেতা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোদ্ধা। তার পিতা শহীদ এম. মুনসুর আলীও ছিলেন বঙ্গবন্ধুর একান্ত বিশ্বস্ত সহযোদ্ধা।

রোববার বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে আ’লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেলা আ’লীগের আয়োজিত এ স্মরণ সভায় তিনি আরো বলেন, এ দেশেকে জঙ্গি, ক্ষুধা, দারিদ্র্য মুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন প্রয়াত নেতা নাসিম। তার পিতাও কখনও বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেননি। নিজের জীবন দিয়ে তার প্রমাণ রেখে গেছেন তিনি। সেই শহীদ এম. মুনসুর আলী সুযোগ্য সন্তান নাসিম আজীবন পিতার আর্দশ বুকে লালন করে শেখ হাসিনার বিশ্বস্ত যোদ্ধা হিসেবে অমৃত্য কাজ করে গেছেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমরা নিষ্ঠার সাথে সম্পাদন করলেই তার আত্মার শান্তি পাবে। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা এ্যাড. কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছুজ্জামান আলোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, বিমল কুমার রায় এমপি, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, এ্যাড. আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ। এসময় আ’লীগ নেতা এ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্বা ইসহাক আলী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ জেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে প্রয়াত মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা কাজিপুরসহ জেলার সবকটি থানায় মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ