সিরাজগঞ্জের বেলকুচিতে ৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২১শে মে) রাতে পুলিশের বিশেষ অভিযানে বেলকুচির পৌর এলাকার চরচালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের আশরাফ আলীর ছেলে আমিরুল ইসলাম (৪২), আরিফুল ইসলাম (২৬) ও মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামের বাবলুর ছেলে শাকিল (২৪)। আটকের সময় মাদক কারবারিদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ গ্রাম হেরোইন সহ ৩ মাদক করবারিকে আটক করেছি।
তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া এদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ২২ মে (শনিবার) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত সিরাজগঞ্জ














