বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে পুলিশ পরিচয়ে সুবিধা আদায়ের সময় প্রতারককে গ্রেফতার

শাহজাদপুরে পুলিশ পরিচয়ে সুবিধা আদায়ের সময় প্রতারককে গ্রেফতার

শাহজাদপুরে পুলিশ পরিচয় দিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছাঁড়িয়ে দেয়ার কথা বলে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন আবুল কালাম তালুকদার। এলাকায় চাঞ্চল্য। শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মাদক ব্যবসায়ী হুমবলু (৩৫)কে গত ৬ এপ্রিল শাহজাদপুর থানা পুলিশ মাদক সহ গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই ওই মাদক ব্যবসায়ীকে ছাঁড়িয়ে দেয়ার কথা বলে পুলিশ পরিচয়ে ব্রজবালা গ্রামের জয়নাল হকের ছেলে আবুল কালাম তালুকদার মাদক ব্যবসায়ীর স্ত্রী শিল্পি খাতুনের নিকট থেকে ১৫ হাজার টাকা নেয়।

তার স্বামীকে সেদিন ছাঁড়িয়ে না দেয়ায় শিল্পির সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে জানালে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান গত শনিবার রাতে আবুল কালামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ জানান, পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেছে। গতকাল রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ