শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সলঙ্গায় আনন্দ ঘন পরিবেশে চলছে নৌকা বাইচ

সলঙ্গায় আনন্দ ঘন পরিবেশে চলছে নৌকা বাইচ

সলঙ্গার গাঢ়ুদহ নদীতে ৫ দিন ব্যাপী নৌকা বাইচের আজ মঙ্গলবার ( ২০ অক্টোবর) তৃতীয় দিন পার হলো। করোনা আর বন্যায় যখন বেশীর ভাগ মানুষ কর্মহীন,ঠিক এমনি অবসর সময়ে মানুষ একটু বিনোদন করতে ছুটে আসে নদীর দুইপাড়ে।

আনন্দ ঘন পরিবেশে হারিয়ে যাওয়া অতীত নৌকা বাইচ উপভোগ করেন সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন রাউন্ডে নৌকা বাইচ চলছে। এভাবে পয়েন্ট অর্জন করে যেতে হবে ফাইনালে।

অনেক নৌকার মালিকদের সাথে কথা বলে জানা গেছে,তারা তাদের গ্রামের নৌকা বিজয়ী করতে গ্রামবাসীদের সহযোগীতায় নৌকার (বাইছাল) মাঝিদের ভাড়া করে নিয়ে এসেছে। সন্ধ্যার সময়ে শেষ বাইচের দু'টি বড় নৌকার আকর্ষনীয় হাড্ডাহাড্ডি বাইচে নদীর দু'কুলের দর্শনার্থীদের সাবাস,সাবাস ধ্বনিতে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: