রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বন্যার্তদের মাঝে ১ বছরের মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করলেন আনোয়ার হক

বন্যার্তদের মাঝে ১ বছরের মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করলেন আনোয়ার হক

মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রগামী সৈনিক হয়ে ঝাপিয়ে পরে দেশকে স্বাধীন করার পাশপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে যখন দেশ তাদের সেবা করবে ঠিক সে সময়েও দেশের মানুষের দুঃখ দুর্দশায় কাতর হয়ে নিজের ১ বছরের জমানো মুক্তিযোদ্ধা ভাতার ০১ লক্ষ টাকা অসহায় বন্যার্তদের সহায়তায় প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হক। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ এর নিকট তিনি এই অর্থ সাহায্য প্রদান করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমাণ্ডার গাজী শফিকুল ইসলাম শফি সহ প্রমূখ।

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি বলেন, দেশের প্রতি অশেষ ভালবাসা থেকে দেশকে স্বাধীন করার লক্ষ্যে যেমন মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো তেমনি স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধারা সব সময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আজ নিজের ১ বছরের জমানো মুক্তিযোদ্ধা ভাতা অসহায় বন্যার্তদের জন্য প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: