রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কাজিপুরে অবৈধ পশুর হাটে ইউএনও’র অভিযান

কাজিপুরে অবৈধ পশুর হাটে ইউএনও’র অভিযান

সিরাজগঞ্জের কাজিপুরে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই অবৈধ পশুর হাট বসেছে পৌরসভার হেলিপ্যাডে। গত কয়েকদিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ঘোরাঘুরি করেও হাট বসানোর অনুমতি পাননি পৌর কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাইকিং করে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে হাট বসিয়ে কেনা-বেচা শুরু করেছে ওই হাটে।

কাজিপুর পৌরসভার মেয়র হাজি নিজাম উদ্দিন জানান, “সরকারের নির্দেশনা মেনে আমি এবার হাট বসানোর অনুমতি পাইনি। যারা হাট বসিয়েছে তারা ঠিক করে নাই।” তিনি আরও জানান, বিষয়টি আমি ইউএনও ও কাজিপুর থানার ওসিকে জানিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র তাছির উদ্দিন তাসু ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মন্টুর নির্দেশে পশু বিক্রির হাট বসেছে বলে জানিয়েছেন। 

এ বিষয়ে কথা বলতে প্যানেল মেয়র তাসুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। আর কাউন্সিলর নজরুল ইসলাম মন্টু জানান, “আমাদের হাট বসানোর অনুমতি আছে। ইউএনও স্যারকে বলেন। জনগণের ভালোর জন্যেই হাট বসানো হয়েছে।”

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, “গতকাল রাতেও প্যানেল মেয়র তাসু পশুর হাট বসাবে না মর্মে লিখিত দিয়েছেন। ওই হাটের কোন অনুমতি নেই। দুপুরে ওই হাটে কাজিপুর থানার অফিসার ইন চার্জ ও আমি গিয়ে রশিদ বই জব্দ করে নিয়ে এসেছি। আর যেহেতু লোকজন পশু নিয়ে হাটে চলে এসেছে তাই বিশৃংখলা এড়াতে হাট বন্ধ করা হয়নি। তবে মাইকে হাটুরেদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছি যাতে করে কেউ খাজনা না দেয়। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ