রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জে ঈদুল-আযহা’র বিশেষ আকর্ষণ টাইগার বাবু

সিরাজগঞ্জে ঈদুল-আযহা’র বিশেষ আকর্ষণ টাইগার বাবু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা গ্রামের আজাদুল ইসলাম, গরুর খামার করে স্বপ্ন দেখছেন লক্ষ টাকার। বর্তমানে ব্রাহমা জাতের গরু পালন করে সফলতা পেয়েছেন তিনি। আসছে ঈদুল-আযহা’তে ১৬ লক্ষ টাকায় এই ব্রাহমা-জাতের-গরু টি বিক্রির আশায় স্বপ্ন বিভোর নির্ঘুম রাত কাটছে তার। দিনরাত শ্রম দিচ্ছেন গরুর পরিচর্যার কাজে।

গরুর খামারি আজাদুল ইসলাম বলেন, গরু পালনের জন্য প্রশিক্ষণ গ্রহণ না করলেও দীর্ঘদিন ধরে পালনের অভিজ্ঞতা থাকায়। বর্তমানে একটি গরুর খামার করেছি, আমার খামারে বর্তমানে তিনটি গরু রয়েছে, তার তারমধ্যে একটি ব্রাহমা জাতের গরু পালন করছি যার বয়স ৪ বছর।

বর্তমানে গরুটির ছয়টি দাঁত উঠেছে। সামনে কোরবানি ঈদে ১৬ লক্ষ টাকায় গরুটি বিক্রির আশা করছি। শখ করে টাইগার বাবু গরুটির নাম রেখেছি। টাইগার বাবু ক্রেতাকে খুশি করার জন্য ঈদ উপহার হিসেবে, বর্তমান বাজার মূল্য ২৪ হাজার টাকা দামের একটি খাসি উপহার দিব।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: