সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কাজিপুরে বাঁশের সাঁকো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

কাজিপুরে বাঁশের সাঁকো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিণ কুনকুনিয়া গ্রামের যুবসমাজ হাজারো মানুষের চলাচলের জন্যে নির্মাণ করেছে বাঁশের সাঁকো। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এই সাঁকোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার গান্ধাইল ইউনিয়নের দক্ষিণ কুনকুনিয়া গ্রামের দেড় হাজার মানুষের চলাচলে বর্ষা মৌসুমের সবচেয়ে বড় কষ্ট ছিলো বানিয়াজান খাল।

কয়েকশ’ বছর যাবৎ বর্ষাকালে এই গ্রামের মানুষদের উপজেলা সদরের সাথে দুই কিলোমিটার ঘুরে যোগাযোগ করতে হতো। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকেও অনেক পথ ঘুরে চলাচল করতে হত। অনেক চেষ্টা করেও এই গুরুত্বপূর্ণ স্থানে হয়নি কোন সেতু। অবশেষে ষাট হাজার টাকা খরচ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একশ’ বারো মিটার বাঁশের সেতু নির্মাণ করে ঐ গ্রামের যুবসমাজ। 

স্বেচ্ছাশ্রমের সমন্বয়কারী স্কুলশিক্ষক আনিছুর রহমান জানান, গত বছর আমরা একটি পায়ে চলা পথ পেয়েছি। কিন্তু ব্রিজ হয়নি। তাই এবার গ্রামের যুবসমাজকে নিয়ে এই সাঁকো তৈরি করা হয়েছে। আমাদের দরকার এখন একটি সেতু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ফেসবুকে তাদের সাঁকো নির্মাণের ছবি দেখেছি। তাই আজ এলাম তাদের এই স্বেচ্ছাশ্রমকে শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়াতে। এসে আমার খুব ভালো লেগেছে। তাদের সাথে শরিক হতে আমি পঞ্চাশ হাজার টাকা দেবার ঘোষণা দিচ্ছি। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এখানে একটি ব্রিজ করার চেষ্টা করবো। 

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাশ্রমের ব্যবস্থাপনা কমিটির সদস্য রুস্তম আলী, আব্দুল লতিফ, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ