মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে প্রান্তিক খামারিদের তরল দুধ কিনছে র‌্যাব

সিরাজগঞ্জে প্রান্তিক খামারিদের তরল দুধ কিনছে র‌্যাব

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েছিলেন সিরাজগঞ্জ ও পাবনা দুগ্ধখামারিরা। তাদের ক্ষতির হাত থেকে রক্ষায় এগিয়ে এসেছে র‌্যাব-১২।

এই দুই জেলায় প্রতিদিন খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী। এসব পণ্য বিক্রি করা হচ্ছে র‌্যাব সদস্যদের মাঝে। ন্যায্যদামে দুধ বিক্রি করতে পেরে খুশি খামারিরাও

করোনার কারণে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ সীমিত করায় উৎপাদিত দুধ নিয়ে চরম বিপাকে পড়েছিল সিরাজগঞ্জ ও পাবনার দুগ্ধখামারিরা।

খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় অস্থায়ীভাবে ঘি, মাখন আর পনির তৈরির কারখানা স্থাপন করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। প্রতিদিন খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে তৈরি করা হচ্ছে এসব দুগ্ধজাত পণ্য।

খামারিদের একজন বলেন, আমার খামারের দুধ এখানে দিচ্ছি ৩‌‘শ থেকে সাড়ে ৩‘শ লিটার। এখন আমি ন্যায্যমূল্য পাচ্ছি। এমনভাবে সহযোগিতা করলে আমাদের খামারে লস যাবে না।

র‌্যাব-১২’র অধিনায়ক জানান, করোনা সংকটে ক্ষতিগ্রস্ত খামারিদের লোকসানের হাত থেকে রক্ষার পাশাপাশি র‌্যাব সদস্যদের দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণেই এই কার্যক্রম নেয়া হয়েছে।

র‌্যাব-১২ এর পিএসসি অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম জানান, এই দুধ কেনাতে তিনটা গ্রুপ বেসিকেলি উপকৃত হচ্ছে। প্রথমত যারা আমাদের কাছে বিক্রি করছে, দ্বিতীয়ত দুধ দিয়ে ঘি এবং পনির বানাচ্ছি এটা ব্যারেব সদস্যরা স্বল্পমূল্যে কিনতে পারছে। তৃতীয়ত ঘি এবং পনির তৈরির জন্য কারিগর নিয়ে এসেছি এই সবগুলো লোকের গত একমাস যাবৎ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর ও পাবনার খামারিদের কাছ থেকে র‌্যাব এ পর্যন্ত এক লাখ লিটারের বেশি দুধ ক্রয় করেছে বলে জানান তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ