বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

তাড়াশে করোনা সুরক্ষার জন্য চা-ষ্টল,রেষ্টুরেন্ট বন্ধ রাখার নিদের্শ

তাড়াশে করোনা সুরক্ষার জন্য চা-ষ্টল,রেষ্টুরেন্ট বন্ধ রাখার নিদের্শ

করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সিরাজগঞ্জে তাড়াশে সকল চা-ষ্টল, খাবার হোটেল ও রেষ্টুরেন্ট বন্ধ রাখার নিদের্শ দিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান এ বিষয়ে ঘোষনা দিয়েছেন। 

ঘোষনায় বলা হয়, ২৪ মার্চ থেকে উপজেলার সকল চা-ষ্টল, খাবার হোটেল ও রেষ্টুরেন্ট বন্ধ রাখতে হবে। যথা সম্ভব সকলকে জনসমগম এড়িয়ে চলতে হবে, ৫জনের বেশি লোক একত্রিত হওয়া যাবে না, বাড়ির বাহিরে গেলে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করতে হবে, প্রয়োজন ছাড়া কেউ বাহিওে ঘোরাফেরা করতে পারবে না। তাছাড়া যদি কেউ বাজারে বা অন্য কোথাও কাজের উদ্দ্যেশে আসে তাহলে দ্রæত কাজ সেরে বাড়ি ফিরতে হবে। 

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য এ নিদের্শ দেয়া হয়েছে। যদি কেউ এ নিদের্শনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে অইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম: