সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুর কাপড়ের হাটে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর গণসংযোগ

শাহজাদপুর কাপড়ের হাটে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর গণসংযোগ

উত্তরাঞ্চলের সর্ববৃহত দেশিয় তাঁতবস্ত্র বিক্রয়ের শাহজাদপুর কাপড়ের হাটে তাঁতীদের মাঝে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি, নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে গণসংযোগ করেছেন মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা ও উপজেলা আ.লীগেের নন্দিত নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু।

দলীয় নেতাকর্মীদের নিয়ে এসএ হামিদ লাবলু শাহজাদপুর কাপড়ের হাটের বিভিন্ন দোকানে দোকানে, গলিতে গলিতে (স্থানীয় ভাষায় পট্টি), রং সূতা ব্যবসায়ী ও কাপড়ের আড়তে আড়তে গিয়ে শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশীয় তাঁত কাপড় ব্যবসায়ী, ব্যাপারী, পাইকার ও প্রান্তিিক তাঁতীদের হাতে সরকারের উন্নয়নের প্রচারপত্র তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। নন্দিত আওয়াম লীগ নেতা এসএ হামিদ লাবলু এ সময় তাঁতীদের খোঁজ খবর নেন এবং বর্তমানে ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি, সুবিধা- অসুবিধার কথা তাঁতীদের মুখ থেকে শোনেন।

নন্দিত নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, “দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প তাঁতশিল্প আধুনিকায়ন ও তাঁতশিল্পে দক্ষ জনবল তৈরি করতে বঙ্গবন্ধু কণ্য, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে তাঁতশিল্পে দক্ষ জনবল তৈরি করতে ৬০ কোটি ১৫ লাখ টাকা প্রস্তাবিত প্রকল্প ব্যয়ে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট, নরসিংদী’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ ইন্সটিটিউটটির আধুনিকায়ন, অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ এবং প্রতি বছর ১০০ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা সম্ভব হবে। ইতিমধ্যেই প্রস্তাবিত এই প্রকল্পটির প্রক্রিয়াকরণ শেষ করেছে পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত ও ঝুঁকিমুক্ত পরিবেশে প্রতি বছর ১’শ জন দক্ষ এবং প্রশিক্ষিত ডিপ্লোমা বস্ত্র ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) সৃষ্টি হবে । আর এটি হলে তাঁতশিল্প সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে ও তাঁতীদের আর্থ- সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।”
দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারস্থ শাহজাদপুর কাপড়ের হাটে, নৌকায় ভোট চেয়ে গণসংযোগকালে নন্দিত আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, যুবলীগের বলিষ্ঠ কন্ঠস্বর মোঃ রাজীব শেখ, এ্যাড. ওয়াজেদ আলী, সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ