রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মন্তব্য গ্রহণ

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মন্তব্য গ্রহণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ট্রেন দুর্ঘটনার বিষয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মন্তব্য নিয়েছেন এ ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটি। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে কয়েকঘণ্টাব্যাপী মন্তব্য গ্রহণ করেন কমিটির সদস্যরা। উল্লাপাড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান। গত ১৪ নভেম্বরের ওই দুর্ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেল বিভাগের রাজশাহী অফিস, পাকশী অফিস, জেলা প্রশাসন ও রেল মন্ত্রণালয় থেকে চারটি কমিটি গঠন করা হয়। রেল মন্ত্রণালয়ের কমিটি বাদে অন্য তিনটি কমিটি আজ প্রত্যক্ষদর্শীদের মন্তব্য নিলেন। রফিকুল ইসলাম জানান, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের স্টেশন মাস্টারের কক্ষে আলাদাভাবে ডেকে মন্তব্য গ্রহণ করা হয়েছে। রাজশাহী অফিস গঠিত তদন্ত কমিটির প্রধান চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম বলেন, ‘আমরা সরেজমিনে এসে তদন্ত করছি। তদন্তের অংশ হিসেবে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মন্তব্য নিয়েছি। যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে।’ একই ধরনের মন্তব্য করেন পাকশী থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দুপুরে রংপুর আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি উল্লাপাড়া স্টেশনে লাইনচ্যুত হয়। এতে প্রথমে ইঞ্জিন ও এসি বগিতে আগুন লাগে। পরে আরও তিনটি বগিতে আগুন ছড়িয়ে যায়। হড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হন।

আলোকিত সিরাজগঞ্জ