মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মনোনয়ন বঞ্চিত লতিফ কাঁন্নায় ভেঙ্গে পড়লেন...

মনোনয়ন বঞ্চিত লতিফ কাঁন্নায় ভেঙ্গে পড়লেন...

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস দলীয় নেতা-কর্মী এবং স্বতঃফুর্ত জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন। এ সময় কাঁন্নায় ভেঙ্গে পরেন সর্ব স্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে নিজ বাড়ি বেলকুচিতে ফেরার পথে কয়েক সহস্রাদিক মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন নেতাকর্মীরা। জানা যায়, সিরাজগঞ্জ-৫ আসনে লতিফ বিশ্বাস দলের কান্ডারী হচ্ছেন এমনটাই আশা ছিল সংসদীয় এলাকার সর্বস্তরের মানুষের। তবে হঠাৎ করেই এ আশা নিরাশায় পরিনত করে তরুন শিল্পপতি আব্দুল মোমিন মন্ডল নৌকার মনোনয়ন পেয়ে যান। এ নিয়ে তৃনমুলে লতিফ বিশ্বাস সমর্থিত নেতা-কর্মীদের মাঝে দেখা দেয় হতাশা। এরই মধ্যে গত বুধবার খবর আসে তাদের প্রিয় প্রবীন নেতা লতিফ বিশ্বাস নিজ বাড়ি বেলকুচি উপজেলার কামারপাড়ায় আসছেন। বৃহস্পতিবার দুপুর থেকেই নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড়ে। বিকেলে তিনি আসা মাত্রই অশ্রু ভেজা চোখে জয় বাংলা শ্লেগানে মুখরিত করে নেতা-কর্মীরা। এরপর বিশাল মোটরসাইকেল বহর নিয়ে রওনা হলে শমেসপুর, আমবাড়িয়া, তামাই, সুবর্নসাড়া, চালা, মুকন্দগাঁতী, কামারপাড়া বাজারে শত-শত মানুষ তাকে ভালবাসায় সিক্ত করেন। রাতে নিজ বাড়িতে উপস্থিত এক আলোচনা সভায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নৌকা না পেলেও দলের নির্দেশ ও আদর্শ নীতি থেকে পিছপা হবোনা। তবে জন বিচ্ছিন্ন নব্য আওয়ামীলীগ নেতাকে নৌকা দিয়ে প্রকৃত আওয়ামীলীগের নিবেদিত নেতা কর্মীদের হতাশ করেছে। তারপরও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশের প্রতি অনুগত থাকবো। তবে গত এক বছর ধরে মনোনীত নৌকার প্রার্থী মোমিন মন্ডল সন্ত্রাসী বাহিনী নিয়ে দলের নেতা-কর্মীদের উপর যে নির্যাতন চালিয়েছে তার উপযুক্ত বিচার দিতে হবে। তা না হলে জনগন অন্য সিদ্ধান্ত নিলে এর দ্বায়ভার আমরা নেবনা। আগামী ৯ ডিসেম্বর সকল নেতা-কর্মীদের নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। মনোনয়ন না পেলেও আমি আপনাদের মাঝে জনগনের নেতা হিসেবে আজীবন পাশে থাকবো। এসময় বেলকুচি উপজেলা আওয়ায়ীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান রতন, জেলা পরিষদ সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ইউসুফ আলী শেখ, সেচ্ছাসেবকলীগ সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, ছাত্রলীগ নেতা শামিম আহম্মেদ, ইসমাইল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ