শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামারখন্দে ৫বছরের বন্ধ গেট খুলে দিলেন শহিদুল্লাহ সবুজ

কামারখন্দে ৫বছরের বন্ধ গেট খুলে দিলেন শহিদুল্লাহ সবুজ

 

কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করে প্রথম দিন অফিস করেই জনগনের সুবিধার্থে উপজেলা পরিষদের ৫ বছর বন্ধ থাকা প্রধান গেটটি খুলে দিলেন এস.এম শহিদুল্লাহ সবুজ।

সেই সাথে উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা জমে থাকা ময়লার স্তুপ পরিস্কারের। উপজেলা পরিষদকে সাজিয়ে রাখতেন চান নিজ বাড়ির মত। গত ৩১ জুলাই কামারখন্দ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হিসেবে ২য় বারের মত দায়িত্ব গ্রহন করেন এসএম শহিদুল্লাহ সবুজ। পঞ্চম ধামে কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত এসএম শহিদুল্লাহ সবুজ বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি বিএনপি ও আওয়াম লীগ প্রার্থীদের হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সেবার নির্বাচিত হয়ে সামান্য জায়গা-জমি যা ছিল তা বিক্রি করে মানুষের সেবায় খরচ করেছেন। জামতৈল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, আমরা সাধারন মানুষ বিভিন্ন সময় কাজের জন্য উপজেলায় প্রবেশ করি, কিছু সময় দূর দূরান্ত থেকে সিএনজি বা অন্য কোন যানবাহন জরুরী প্রয়োজনে উপজেলায় প্রবেশ করতে গেট খুঁজে পেতো না।

বিশেষ করে জুম্মার দিনে উপজেলা মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সিরিয়াল দিয়ে গেট এর চিকন একটি গলি দিয়ে আসা যাওয়া করতে হয় গেট খুলে দেওয়ায় সবাই আনন্দিত। স্থানীয় এলাকাসীরা জানান, শহিদুল্লাহ সবুজ লোভ লালসার উর্ধ্বে। এর আগে তিনি ৫ বছর চেয়ারম্যান ছিলেন। তারপরও কোনো বাড়িঘর করতে পারেননি।

তার বাড়িই ছিল উপজেলা অফিস। সেই জন্যই দলমত নির্বিশেষে উপজেলার সব জনগণ তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি জনগনের সুবিধা অসুবিধা আমাকে বুঝতে হবে, জনগন যেন বিনা বাধায় আমার কাছে পৌছাতে পারে তার জন্য দীর্ঘদিন যাবত বন্ধ থাকা গেটটি খুলে দিয়েছি। আমাকে খোঁজার জন্য জনগণকে আমার বাড়িতে যেতে হয় না। আমিই তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেই।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর