শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে জমজমাট শাহজাদপুর শিল্প ও বাণিজ্য মেলা

ছুটির দিনে জমজমাট শাহজাদপুর শিল্প ও বাণিজ্য মেলা

সরকারি ছুটির দিনে দর্শনার্থীর ভিড়ে জমজমাট হয়ে ওঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লি. আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা প্রাঙ্গণ। অন্যদিনের চেয়ে বিক্রিও বেড়েছে।

শুক্রবার দেখা গেছে হাজারো মানুষের স্রোত এক হয়ে মিশেছে মেলা প্রাঙ্গণে। একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। সপ্তাহের অন্য যে কোনো দিনের তুলনায় তারা একটু বেশিই ব্যস্ত ছিলো। ক্রেতাদের অতিরিক্ত চাপ সামলাতে অনেকেই হিমসিম খাচ্ছে। শুধু শাহজাদপুরবাসীই নয়, বিভিন্ন প্রান্ত থেকে এদিন দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা গেছে মেলার স্টলগুলোতে।

পাবনার ফরিদপুর থেকে আসা দর্শনার্থী লেমন সরকার বলেন , ইচ্ছে থাকা সত্তেও মেলায় আসা হয় না।  আজ বন্ধের দিন, কাজ না থাকায় সবাই মিলে মেলায় ঘুরতে এসেছি। ছুটির দিনটি পরিবারের সঙ্গে মেলায় কাটাতে ভালোই লাগছে। পছন্দমত কিছু পেলে কিনে নেব।

একইভাবে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। ভাই ভাই গিফট হাউসের বিক্রয় প্রতিনিধি মো. মাসুম বলেন, প্রতি শুক্রবার-শনিবার মেলায় এমন ভিড় থাকে। এই দুদিন আমরাও খুব ব্যস্ত থাকি। এছাড়া ছুটির দিনগুলোতে বিকেল থেকে রাতে বন্ধ হওয়া পর্যন্ত ভিড় বেশি থাকে। এদিন দুপুর থেকেই দেখা গেছে মেলার প্রধান ফটক দিয়ে নামতে শুরু করেছে ক্রেতা ও দর্শনার্থীদের ঢল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টার আর মেলার গেটের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

স্কুল, কোচিংয়ের বিড়ম্বনা না থাকায় ছুটির দিনে শিক্ষার্থীরাও মেলায় দলবেধে ঘুরতে এসেছে। তারা আড্ডা, কেনাকাটা ও সেলফিতে মেতে উঠেছে। এছাড়া নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গৃহস্থলী এবং শিশু ও নারী সামগ্রীর স্টলগুলোতে ভিড় বেশি। ইলেকট্রনিক্স পণ্য, রান্নার সামগ্রী ও পোশাকের দোকানগুলোতেও এদিন চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে। ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়ায় বেশ খুশি বিক্রেতারাও।

রাজু এন্টার প্রাইজের বিক্রেতা মো. রাজু বলেন, ছুটির দিন ছাড়া মেলার ক্রেতা-দর্শনার্থীর ভিড় কম থাকে। আজ ছুটির দিন হওয়ায় ভিড় কিছুটা বেড়েছে। অন্যদিনের থেকে আজ বিক্রি কিছুটা বেশি। আশা করছি সময় গেলে আরো বাড়বে।

গৃহস্থলীর সামগ্রী বিক্রেতা মো. রাকিব বলেন, বাণিজ্য মেলায় শুক্রবার ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়বে এটাই স্বাভাবিক। ভিড় বাড়ার কারণে আমাদের বিক্রিও কিছুটা বেড়েছে। আশা করছি এখন থেকে বিক্রি এভাবেই থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর