শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সমাজ কল্যাণ মোড়ে জনতার মুখোমুখি মিল্লাত এমপি

সিরাজগঞ্জ সমাজ কল্যাণ মোড়ে জনতার মুখোমুখি মিল্লাত এমপি

“জনতার এমপি” “জনতার মুখোমুখি”-এ স্লোগান সামনে নিয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হলেন। শুক্রবার (২৬ মে) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকর ৪নং ওয়ার্ডের সমাজ কল্যান মোড়ের আবু সাইদ মার্কেটে ৪নং ওয়ার্ডের সকল পঞ্চয়েত কমিটির আয়োজনে এব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে সয়াধানগড়া উত্তর পাড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্নার উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ সাড়ে ৯ বছরে এমপির কার্যক্রম, সফলতাণ্ডব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি জনগণের সব ধরনের প্রশ্নের উত্তর দেন।

এমপি অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সিরাজগঞ্জে বিভিন্ন এলাকার হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। আগামীতেও জনগণের ভালোবাসা-সহযোগিতা চাই।

আমি জনগণের সেবক হয়ে আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। এলাকার মসজিদ, মন্দির মাদ্রাসার উন্নয়নে অতীতের মতো আগামীতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সয়াধানগড়া উত্তর সমাজকল্যান মোড় পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের সঞ্চালনায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্যে দেন পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: সেলিম আহমেদ, সয়াধানগড়া মধ্যপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি এস. এম. ইজ্জত আলী, সয়াধানগড়া উত্তর পাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, ছানোয়ার হোসেন, রহমতগঞ্জ পঞ্চায়েত ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সেখ বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু সালেহ মিয়া, সয়াধানগড়া মধ্য কারিগরপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হাসেম, সয়াধানগড়া মধ্য কারিগরপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য সচিব মো. মোসাদ্দেক হোসেন ভূইয়া, সয়াধানগড়া উত্তর সমাজকল্যাণ মোড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. আকলাকুল খান, তেলকুপি পঞ্চায়েত কমিটির সভাপতি মো. আবুল হোসেন, সয়াধানগড়া নিউ বগুড়া রোড মো. আলম সেখ, ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসলাম হোসেন, মাসজিদুল খাদিজা রা. জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন (প্রভাষক), ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জুলফিকার আলী খান জব্বার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তাহমিনা খাতুন মিনা।

এছাড়াও জনতার মুখোমুখি অনুষ্ঠানে ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর