শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ

শাহজাদপুরে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ

উৎসবমূখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে গতকাল রোববার শাহজাদপুরে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় সরকারি কলেজ মাঠে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পান্তা ভোজ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন সকাল ৭ টায় সরকারি কলেজ মাঠে নির্মিত বিশাল প্যান্ডেলে পান্তাভাত খাওয়ার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার প্রায় ৩ হাজার মানুষ অংশ নেয়।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ীসহ নবর্বষের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে রঙিন সাঁজে সজ্জিত হয়ে নৃত্যের তালে তালে অংশ নেয়। ফলে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠে।

বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এছাড়া বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর