
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নৈওকোড় খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে এ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সভাপতি নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম বিএসসি'র সভাপতিত্বে উদ্বোধন খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সলপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ ও খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হারুনুর রশিদ।
ফাইনাল ক্রিকেট খেলায় অংশ নেন পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার নবীপুর ক্রিকেট একাদশ ও চরনবীপুর ক্রিকেট একাদশ।
এতে বিজয়ী হন নবীপুর ক্রিকেট একাদশ ও রানার্সআপ হয় চরনবীপুর ক্রিকেট একাদশ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
আলোকিত সিরাজগঞ্জ