শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হতাশায় কৃষক তাড়াশে মিনিকেট জাতের ধানে চিটা রোগ

হতাশায় কৃষক তাড়াশে মিনিকেট জাতের ধানে চিটা রোগ

শস্য ভান্ডারখ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে বোরো আবাদে ধান কাটার পুর্বেই আগাম জাতের মিনিকেট ধানে চিটা দেখা দিয়েছে। সেচ সারের সঠিক প্রয়োগ ও কোন প্রকার রোগ-বালাই মুক্ত সোনালী ধানে হটাৎ চিটা রোগে আক্রান্ত হওয়ায় ফলন বিপর্যয়ের আশংকা স্থানীয় কৃষকদের। এদিকে কৃষক আক্রান্ত জমিতে বিভিন্ন ধরনের বালাইনাষক ব্যবহার করেও তাতে কাজ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন । 
কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নে ২১ হাজার  হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল উপজেলা কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে প্রায় ২২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। কিন্তু  আগাম জাতের মিনিকেট ধানে দেখা দিয়েছে ধান কাটার পুর্বেই ধানের শীষে চিটা।
বারুহাঁস ইউনিয়নের লাউশন গ্রামের কৃষক হাফিজুর রহমান জানান, এ বছর তাড়াশে মাঠ জুড়ে ধান গাছের চেহারা ভালো ছিল। আর কয়েকদিন পরেই আগাম জাতের মিনিকেট ধান পেকে যাওয়ার কথা। আশা ছিল ভালো ফলনও হবে। কিন্তু হঠাৎ করেই মিনিকেট ধান পেকে ওঠার  পূর্বেই চিটা দেখা  দিয়েছে।  
উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়ীয়া, কুসুম্বী, খরখড়িয়া, বিনোদপুর এলাকার একাধিক বোরো চাষী জানান , তাদের আক্রান্ত জমিতে বিভিন্ন কোম্পানীর নানা নামের বালাইনাষক দিয়েছেন তারা । কিন্ত মিনিকেট জাতের ধান গাছের শিষ গুলো কালো এবং শিষের ধানগুলো চিটা দেখা যাচ্ছে । 
বিনসাড়া গ্রামের কৃষক মো. ইব্রাহীম হোসেন ও জয়ন্ত কুমার  বলেন, গত কয়েকদিনের ঝড়-আবহাওয়ার পর পরই ধানক্ষেত গুলোতে দেখা যাছে এমন চিটা রোগ সমস্যা। এতে করে ফলন বিপর্যয় হবে তা নিয়ে হতাশা বোধ করছি।  
ধানের চিটা রোগ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে বিরুপ আবহাওয়া ও ঝড়ো বাতাসের ফলে মিনিকেট জাতের  ধানের কিছু জমিতে এমন সমস্যা হচ্ছে। তবে কৃষকদের তিনি হতাশ না হয়ে আবহাওয়া রোদ্রজ্বল হলে এ সমস্যা থাকবে না বলে জানান।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর