শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগুন-পুড়ে ছাই সর্বস্ব- পাশে দাঁড়ালো কাজিপুর উপজেলা প্রশাসন

আগুন-পুড়ে ছাই সর্বস্ব- পাশে দাঁড়ালো কাজিপুর উপজেলা প্রশাসন

একদিকে চলছে আর্জেন্টিনা ফ্রান্স ফুটবল ফাইনাল খেলা। সেই খেলা দেখতে পাশের বাড়ি গেছেন গৃহকর্তাসহ সবাই। এরই ফাঁকে রাত এগারটায় বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন দরিদ্র কৃষক আব্দুস সোবহানের তিনটি টিনশেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সহায়তার হাত বাড়িয়েছে।

 জানা গেছে, স্থানীয় লোকজন আগুনের শিখা দেখে চিৎকার দিয়ে সাহায্যের জন্যে এগিয়ে আসে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে দরিদ্র কৃষকের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা একটি ছাগল পুড়ে অঙ্গার হয়ে গেছে। ৬ সদস্যের ওই পরিবারের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।  

 সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, বাড়ির সবাই পাশের বাড়িতে ফুটবল খেলা দেখতে যায়। এই ফাঁকে আগুন লাগে। ফলে টের পাবার আগেই পুড়ে সব শেষ হয়ে য়ায়। তবে লোক না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

 কাজিপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নেভাই। এতে করে দরিদ্র ওই পরিবারের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 ক্ষতিগ্রস্ত আব্দুস সোবহান জানান, এহন আমি কি হরমু এই হ্যালের(শীতের) রাইতে থাকমু কই? আমার যে সব শ্যাস হয়ে গেলো।  

এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।তিনি ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ কেজি চাল, ২টি শাড়ি, ২ টি লুঙ্গি, ১ টি গামছা, ১০ টি কম্বল প্রদান করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেন ৩০ কেজি চাল ।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর