
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে বেলকুচি পৌর এলাকার ১৮টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনে এসময় আরো উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান ফজল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সর্ণা পারভিন, সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পুজা মন্ডপ পরিদর্শনে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা পূজার আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন, বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন, পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোকিত সিরাজগঞ্জ