
সময়ের অঙ্গিকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৪অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম । এ সময় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মকতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন ।
আলোকিত সিরাজগঞ্জ