• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

এনায়েতপুরে থানা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২  

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে ৭১ সদস্যের কমিটিতে আহম্মদ মোস্তফা খান বাচ্চুকে সভাপতি ও আজগর আলী বিএসসিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ কমিটির ঘোষণা করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল।

এসময় চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন, সহসভাপতি হাবিবুর রহমান, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবিএম শামীম হক।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর গত ২৫ সেপ্টেম্বর এনায়েতপুর থানা আওয়ামী লীগের কমিটি গঠন হয়। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ডা. আব্দুল হাই সরকার ও সাধারণ সম্পাদক পদে আজগর আলী বিএসসি

নির্বাচিত হন। তবে কমিটি ঘোষণার ১৩ দিন পরে আব্দুল হাই সরকার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করায় সভাপতির পদ শুন্য হয়।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ