• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সিরাজগঞ্জে বিলের পানিতে শোভা পাচ্ছে পদ্মফুল

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খলিশাগাড়ী বিলে শোভা পাচ্ছে নানা রঙের পদ্ম ও শাপলা ফুল। আর বিলের পানিতে ফোটা এ ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে বিভিন্ন বয়সি প্রকৃতি প্রেমীরা ওই বিল এলাকায় ভীড় জমাচ্ছে প্রতিদিন। ওই বিলের পাড় এখন প্রেম নগরে পরিণত হয়েছে বলা চলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্ষাকালে এ বিলের পানিতে লাল, গোলাপী, সাদা রংয়ের পদ্ম ও শাপলা ফুল ফুটে বিলের সৌন্দর্য্য মনোমুগ্ধকর করে তোলে। শুধু খলিশাগাড়ী বিলই নয় চলনবিল ঘেষা একই এলাকার মানতলা বিল ও সোনাকান্ত বিলের পানিতেও এখন গোলাপী পদ্ম ফুল ফুটে ভরে গেছে। প্রতিদিন বিকেলে ছাত্র ছাত্রী ও প্রেমিক প্রেমিকাসহ প্রকৃতি প্রেমী নানা বয়সের মানুষ এ ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে যায়।

এসব বিলের সারি সারি পদ্ম ও শাপলা ফুলের কলি ও ফুটন্ত ফুলের সৌন্দর্য্যে চোখ জুড়ানোর পাশাপাশি মন-প্রাণও ভরে যায়। বিশেষ করে অনেক প্রেমিক প্রেমিকা এ

ফুল তুলে একে অপরের প্রতি তাদের প্রেম বিনিময় করছে। আবার ফুলকে স্বাক্ষী রেখে নিজেদের মধ্যে প্রেমের শপথও করছে কেউ কেউ। অনেক কিশোর কিশোরী ফুল তুলে মালা গেঁথে মাথায় পড়ে ঘুরে বেড়াচ্ছে তারা। তবে এ বিলের সৌন্দর্য্য ধরে রাখতে সংশ্লিষ্টদের এখন পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে বিশিষ্টজনেরা অভিমত ব্যক্ত করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ