• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

শাহজাদপুরে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

জেলার শাহজাদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম প্রমুখ।

এছাড়া, এ দিন পৃথক পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ শেখ কামালের জন্মদিন পালন করেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ