• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

মনসুর নগর ইউনিয়ন আঃলীগের সভাপতির মৃত্যুতে এমপি জয়ের শোক প্রকাশ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

সিরাজগন্জের কাজিপুর উপজেলার ১২ নং মনসুর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনসুর নগর ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার ২৯ তারিখ দিবাগত রাত ১. ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়ালিল্লাহি রাজিউন।তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র আব্দুল আউয়াল লেবু সরকার।মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৩ পুএ ৩ কন্যা রেখে গেছেন।

২৯ জুন বাদ জোহর অত্র ইউনিয়নের শালগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – কাজিপুর – ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।এ সময় তিনি আব্দুর রাজ্জাক মাস্টার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার আত্মার মাগফেরাত কামনা করেনএবং শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানান ।বরণ্য এই আওয়ামী রাজনীতি বিদ সমাজের বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ করে গেছেন। তিনি মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়,শালগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, শালগ্রাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন । মনসুর নগর ইউনিয়নের শুরু থেকে আজ অবধি আওয়ামী লীগের সভাপতি ছিলেন । হাজী কেরামত আলী নুরানি মাদ্রাসা ও জাবালে নুর মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি মনসুর নগর ইউনিয়ন নাম করনের সময়ে এবং ইউনিয়ন গঠনে ভূমিকা রেখেছিলেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ মহর সহ উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলি আসলাম ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ এলাকার হাজারো ধর্মপ্রাণমুসলমানেরা।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ