শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাজিপুরে শালিসি বৈঠকে হতাহত ব্যক্তিদের দেখতে গেলেন এমপি জয়

কাজিপুরে শালিসি বৈঠকে হতাহত ব্যক্তিদের দেখতে গেলেন এমপি জয়

সিরাজগঞ্জের কাজিপুরে চোর সন্দেহে নির্যাতন ও এর সূত্রে ধরে শালিসি বৈঠকে প্রতিপক্ষের লোকজনের হামলার ঘটনায় আহতদের চিকিৎসা সেবা তরান্বিত করতে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ দেখতে যান সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

১০ ই মে বিকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আঃলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন,কাজিপুর পুজা উদযাপন কমিটি সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলি আসলাম,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।পরেএম পি জয় উপজেলা আঃলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে

কাজিপুর সদর ইউনিয়নের উত্তেজনাপূর্ণ বরইতলী গ্রামের হাওয়ালদার পাড়া ঘটনা স্থলে উপস্থিতিদের উদ্দেশ্য বক্তব্যে এমপি জয় বলেন, গত ৬ মে শালিসী বৈঠকে হতাহতের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুংখিত।এ ধরনের ঘটনা কখনও কাম্য নয়।কাজিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ভালো ছিল এখনও ভালো আছে। কাজিপুরের শান্তিপ্রিয় মানুষ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে মারপিটের মতো ঘটনা ঘটাবে এটি দুঃখজনক। কজিপুরের হিন্দু মুসলিম ভাই ভাই। সব কাজই আমরা মিলেমিশে করি। বিগত পঞ্চাশ বছরেও কাজিপুরে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি উল্লেখ করে জয় বলেন, ‘ আমরা একই সাথে ঈদ এবং পূজার আনন্দ শেয়ার করি। সবাই একই দলের কর্মি-সমর্থক। তাই নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর করতে হবে। যারা প্রকৃত দোষী তাদের শাস্তির জন্যে আইন রয়েছে। সেখানে আমার কোন হস্তক্ষেপ থাকবে না।

এ ঘটনা যারাই ঘটেছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি করেন তিনি । সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান তিনি ।পাশাপাশি যারা এর সাথে সংশ্লিষ্ট নয় তাদেরকে স্বাভাবিক ভাবে ব্যবসা বানিজ্য চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে কেউ আপনাদেরকে হুমকি – ধামকি দিলে আমাকে জানাবেন বলে জানিয়েছেন তিনি । তিনি সকলকে শান্ত থাকার আহবান জানান। মামলার কাজ আইনের গতিতে চলবে।এ ব্যাপারে কেউ ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা যাতে না করে, সে ব্যাপারে সর্তক থাকার আহবান জানান । এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, ইউপি সদস্য টি এম জাহিদুল ইসলাম শামিম, আবু সাইদ তালুকদারসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।উল্লেখ যে গত ৬ মে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি ঘটনায় শালিসি বৈঠকে হতাহতের ঘটনা ঘটে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর