• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

চৌহালীতে বীর নিবাসের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বীরমুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’র ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য চার রুম বিশিষ্ট ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোছা : আফসানা ইয়াসমিন।

খাষপুকুরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খসরু মাষ্টারের জমিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, ঘোরড়জান ইউপি চেয়ারম্যান মো: রমজান আলী, বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী মো: বিপ্লব হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্না, আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে প্রথম পর্যায়ে প্রতিটি বাড়ি ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা ব্যয়ে উপজেলায় মোট ৮টি বাড়ি নির্মাণসহ আরও বেশকিছু বাড়ি নির্মাণ করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ