শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় করোনা প্রতিরোধে এক দিনে ১০ হাজার ২শ জনকে টিকা প্রদান

উল্লাপাড়ায় করোনা প্রতিরোধে এক দিনে ১০ হাজার ২শ জনকে টিকা প্রদান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সারাদেশের ন্যায় কোভিড-১৯ প্রতিরোধে একদিনে ১০ হাজার ২ শ জনকে ভ্যাক্সিন প্রদান করা হয়েছে । এ ভ্যকাক্সিন ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠি, নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে প্রদান করা হয়েছে ।

শনিবার সকাল ৯ টা থেকে উপজেলার ১৪ টি ইউনিয়নে ৪২টি ও পৌরসভায় ৯টি কেন্দ্র স্থাপন করে মোট ৫১ টি কেন্দ্রে এ কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাক্সিন প্রদান করা হয় । এ সময় গ্রামাঞ্চলের মানুষদের মাঝে ভ্যাক্সিন নেওয়ার আগ্রহ দেখা গেছে । ভ্যাক্সিন সল্পতার কারণে ভ্যাক্সি নিতে না পেড়ে অনেকেই মন খারাপ করে বাড়িতে ফিরে গিয়েছেন ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান, উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ৮ হাজার ৪’শ জন এবং একটি পৌরসভায় ১ হাজার ৮’শ জন ব্যক্তির মধ্যে কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে । এদের মধ্যে ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠি, বয়স্ক নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে এ ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে ।

উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষগাতীঁ মহল্লার বাসিন্দা প্রতিবন্ধী ভোলানাথ (৭০) কেও কোভিড- ১৯ প্রতিরোধ টিকার আওতায় আনা হয় ।

তিনি আরো জানান, সরকার ঘোষিত প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে ৬’শ জন করে ১৪ টি ইউনিয়নে ৮ হাজার ৪ জন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২’শ জন করে ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮’শ জন ব্যক্তি মধ্যে মোট ১০ হাজার ২’শ জন ব্যক্তিকে কোভিট -১৯ প্রতিরোধ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর