শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে বসবে বেলকুচির সোহাগপুর পশুর হাট

১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে বসবে বেলকুচির সোহাগপুর পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে আগামি ১৫ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচি ঐতিহ্যবাহী সোহাগপুরে বসতে যাচ্ছে কোরবানির পশুর হাট।

আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে হাট চলবে। বেলকুচি উপজেলা সবচেয়ে বড় ঐতিহ্যবাহী সোহাগপুর হাটে কোরবানির পশু বেচা কেনা শুরু হবে। ইজারাদার বদর উদ্দিন মন্ডল সোমবার (১২ জুলাই) বলেন, পশুরহাটে নিয়মিত ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের আগে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মুখে মাস্ক পরতে নির্দেশনা দেয়া হয়েছে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

হাটে যেনো কোন অপত্তিকর ঘটনা না ঘটে সে দিকে সার্বিক নিরাপত্তা বজায় থাকবে। বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ইজারাদারদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। হাটে আশার সময় ক্রেতা বিত্রুেতার অবশ্যই ছাতা সঙ্গে আনতে হবে। এবং পশুর হাটের সঙ্গে জড়িত সব কর্মকর্তা, কর্মচারী ও হাট কমিটির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে ইজারাদারদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন করতে হবে।

কোনো অবস্থায় বদ্ধ জায়গায় হাট বসানো যাবে না। হাট বসানোর আগে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স পরিধান করতে হবে। পশুর হাটের সঙ্গে জড়িত সব কর্মকর্তা, কর্মচারী ও হাট কমিটির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাট কমিটির সবার ব্যক্তিগত সুরক্ষা জোরদার করা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইভাবে ক্রেতা-বিক্রেতার জন্যও দেয়া হয়েছে কিছু নির্দেশনা। এর মধ্যে রয়েছে মাস্ক পরে হাটে প্রবেশ করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। হাটে প্রবেশ করার আগে ক্রেতা ও বিক্রেতার ছাতা সঙ্গে আনতে হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর