শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে `পিঠা উৎসব`

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে `পিঠা উৎসব`

সিরাজগঞ্জের 'নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ' এ গ্রাম বাংলার পিঠা উৎসব পালিত হয়েছে। এক সময়ে গ্রাম বাংলার ঐতিহ্য ছিল নানা ধরণের পিঠা তৈরি করা। প্রাচীন ঐতিহ্য এখনও গ্রাম বাংলায় কিছু কিছু থাকলেও, শহরে নেই বললেই চলে। পূর্বে গ্রাম বাংলায় রাতভর পিঠা তৈরি করে শীতের সকালে আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ানো হতো। নানা ধরণের পিঠা তৈরি ও উৎসব হতো প্রতিটি ঘরে ঘরে।সেই হারানো উৎসবকে ফিরিয়ে আনতেই এমন আয়োজন বলে দাবী আয়োজকদের।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ৩ টায় মেডিকেল কলেজের ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস. এম. আকরাম হোসেন।

উৎসবে কলেজের ১৬, ১৭ ও ১৮,১৯,২০ তম ব্যাচ এবং বিদেশি (নেপাল এবং ভারতীয়) শিক্ষার্থীরা ৭টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে প্রদর্শন করে। নেপালি শিক্ষার্থীদের স্টলে নানা ধরনের নেপাল পিঠা বিশেষ করে মমো পিঠা ছিল এ উৎসবের অন্যতম আকর্ষণ। ভারতীয়রাও তাদের দেশের পিঠাগুলো তৈরি করে প্রদর্শন করেছে যা অত্যান্ত সুস্বাদু ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিল্লিকা লাড্ডু, শাহি্ টোস্ট, ঢোকলা, পিস্তা বাদামের ফিরনি। এ পিঠা উৎসবের আয়োজন করে উক্ত কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম আকরাম হোসেন, অধ্যাপক ডাঃ আলী রশীদ, অধ্যাপক ডাঃ ফখরুল ইসলাম, অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান, সাচিবের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ জহুরুল হক রাজা, কলেজের পরিচালক আরমান আলীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর