শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নৌকার গণজোয়ারে বিএনপি জামাত দিশেহারাঃ স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নৌকার গণজোয়ারে বিএনপি জামাত দিশেহারাঃ স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে নৌকায় চড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংসদ নেতা হবেন। কারণ এবারের নৌকার গণজোয়ারে জামাত-বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- এদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কেউ অন্ধকারে ফিরে যেতে চায়না, আর চায়না জঙ্গিবাদের শাসন।’ তিনি মঙ্গলবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি ও চরকাদহে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সোনামুখি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশে তিনি আরো বলেন- ‘গ্রাম-গঞ্জে চলছে নির্বাচনী উৎসব।  দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে গেছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর  বিজয়ের মাসের নির্বাচনী নৌকায় চড়ে সংসদে যাবেন।’ 
পারুলকান্দি ও চরকাদহে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজগর আলী মন্ডল। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক উজ্জল ভৌমিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, ‘সংসদ নির্বাচনে নাকে খত দিয়ে মাঠে খেলতে এসেছেন। সেটা ভালো কথা, কিন্তু ঠিকঠাকভাবে খেলবেন। যদি ফাউল করেন তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দিবে। প্রাক নির্বাচনী খেলায় আপনারা হেরে গেছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় আপনাদেরকে জনগন ভোট দিয়ে চুড়ান্তভাবে হারিয়ে দিবে। জনগন ভোট দিয়ে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করবে। চুড়ান্ত খেলায় ফুটবলের যাদুকর মেসি গোল মিস করতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল মিস করতে পারে না। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে মুক্তিযু্েদ্ধর পক্ষের শক্তিকে আবারও বিজয়ী করবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর