• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সিরাজগঞ্জে মাটিচাপায় শিশুর মৃত্যু

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

 
সিরাজগঞ্জের সলঙ্গায় মাটির ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে নাজমুল (৬) নাম এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কালিকাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই গ্রামের সবুজ আলীর ছেলে।

সবুজ আলী জানান, কয়েক দিন আগে মাটির ঘরটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। সকালে সেই পরিত্যক্ত ঘরের দেয়ালের পাশে বসে ভাত খাচ্ছিল নাজমুল। হঠাৎ করে দেয়ালটির একাংশ নাজমুলের উপরে ধসে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।

Salanga-2

এদিকে মাটির দেয়ালচাপায় শিশু নাজমুলের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাটির দেয়ালচাপায় নাজমুল নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ