বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: