শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাড়াশে ৪২টি পুজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

তাড়াশে ৪২টি পুজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

সিরাজগঞ্জের তাড়াশে এ বছর ৪২টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজার প্রতিমা তৈরীতে মৃৎ শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। মন্ডপ ঘুরে দেখা যায় মাটির অবয়বের কাজ চলছে। তারপরই শুরু হবে রং তুলির আচরে অলংকরণ,সজ্জায়নের কাজ।

তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। মৃৎ শিল্পীদের ব্যস্ততার পাশাপাশি আয়োজকরাও মন্ডপ ডেকোরেশন, আলোকসজ্জা ও নিজেদের সাজ সজ্জার কেনাকাটা নিয়ে পার করছেন ব্যস্ত সময়। তাড়াশ উপজেলার ৮ ইউনিয়নের তাড়াশ সদর ইউপিতে ১৪টি, মাধাইনগর ইউপিতে ৭টি, দেশীগ্রাম ইউপিতে ৮টি, তালম ইউপিতে ৬টি, বারুহাস ইউপিতে ৪টি, মাগুড়া বিনোদ ইউপিতে ২টি ও নওগাঁ ইউপিতে ১টি মন্ডপ তৈরীর কাজ চলছে।

তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে শারদীয় দুর্গা উৎসব পালন করার প্রস্তুতি চলছে। উপজেলার মাধাইনগর ইউনিয়নের পালপাড়ার গোপাল চন্দ্র পাল জানান,৩০ বছর ধরে তারা এই প্রতিমা তৈরির কাজ করছেন। এবারও কাজ করছেন।
ইতোমধ্যেই বেশ কয়েক সেট প্রতিমা তৈরি হয়েছে। আরো তৈরি হচ্ছে।

তারা জানান, ১৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত মূল্যের প্রতিমা এখানে তৈরি হচ্ছে। গৌরাঙ্গ পাল জানায়, ছোটবেলা থেকেই সে প্রতিমা তৈরি করে।  তারা প্রায় সারা বছরই প্রতিমা তৈরি করে থাকেন।

উপজেলার উপজেলায় বিগত বছর গুলোর মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সকলে আশা করেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর