শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

পূজার আগেই ত্বক সুন্দর করুন ঘরোয়া প্যাকে

পূজার আগেই ত্বক সুন্দর করুন ঘরোয়া প্যাকে

সুন্দর, মসৃণ ও উজ্জ্বল ত্বক কে না চায়? তবে অযত্ন আর অবহেলায় ত্বক হয়ে পড়ে শুষ্ক ও মলিন।আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজার আগেই ত্বক এবং চুলের যত্ন নিয়ে ফেলুন।  

তা না হলে সুন্দর পোশাক পরলেও আপনাকে দেখতে ভালো লাগবে না। সারাবছর ধুলাবালি, দূষণ ও অযত্নে ত্বক হয়ে পড়ে নির্জীব। কয়েকটি ফেস প্যাকের সাহায্যে প্রাকৃতিকভাবে ত্বক রাখতে পারেন পরিষ্কার ও প্রাণবন্ত। চলুন তবে জেনে নেয়া যাক ত্বক পরিষ্কার রাখতে এই প্যাকগুলো সম্পর্কে-  

> রাতে ঘুমানোর আগে পুদিনা পাতার রস লাগিয়ে রাখুন ত্বকে। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে। পুদিনা পাতা কুসুম গরম পানি দিয়ে ছেঁচে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 

> কোকো পাউডার ১/৪ কাপ, ক্রিম দুই চা চামচ, পাকা পেঁপে ১/৪ কাপ, দুই চা চামচ ওটমিলের সঙ্গে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

> আখরোট গুঁড়া করে পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

> হলুদের গুঁড়ার সঙ্গে আখের রস মিশিয়ে ত্বকে লাগান। এটি দূর করবে বলিরেখা।

> সমপরিমাণ চালের আটা ও দুধ মিশিয়ে নিন। এক টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে এই প্যাক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: