শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাতিল টিস্যু রোল দিয়েই সাজিয়ে নিন ঘর

বাতিল টিস্যু রোল দিয়েই সাজিয়ে নিন ঘর

আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসের প্যাকেট বা বোতল জমা হয়ে যায়। বেশিরভাগ সময় এসব খালি বোতল বা প্যাকেট ফেলে দেই।  তবে এসব বাতিল জিনিস ফেলে না দিয়ে ডিআইওয়াই করতে পারেন। এগুলো ঘরের শোভা বাড়াবে হাজারগুণ। এছাড়াও নিজের হাতে তৈরি এসব শোপিসের মর্মই আলাদা। 

তবে শিখে নিন তেমনি বাতিল হওয়া জিনিস দিয়ে তৈরি করা যায় এমন কিছু। ফেলনা টিস্যু রোল দিয়েই করে নিন ঘর সাজানোর একটি ডিআইওয়াই। রংধনুর সবকটি রঙের আলো দিয়ে ঘরকে সাজান রঙিন আলোয়।

এজন্য যা যা লাগবে জেনে নিন: টিস্যু রোল ইচ্ছা মতো, আইকা/গ্লু স্টিক জাতীয় আঠা, বিভিন্ন রঙের পাতলা কাগজ, মরিচ বাতি, হোল পাঞ্চ মেশিন, চিকন তার, কাঁচি, এন্টিকাটার। 

যেভাবে বানাবেন: প্রথমেই টিস্যু রোলগুলো হোল পাঞ্চ মেশিন দিয়ে ইচ্ছে মতো ছিদ্র করে নিন। আপনার পছন্দ মতো টিস্যু রোল কেটে দুই ভাগে ভাগ করে নিতে পারেন। এবার রোলের ভেতরে আঠা দিয়ে পাতলা কাগজ লাগিয়ে দিন। আঠা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

টিস্যু রোলের দুই দিকে ছিদ্র করুন। আবার চিকন তার দিয়ে মরিচ বাতিকে ভালোভাবে টিস্যু রোলের মধ্যে লাগিয়ে দিন। খেয়াল রাখবেন তারের কোনো অংশ যেন বাইরে বেরিয়ে না থাকে। এবার আপনার পছন্দমত জায়গায় বাতিগুলো ঝুলিয়ে দিন। বিছানার পাশের দেয়ালে ঝুলাতে পারেন। আবার ছবির ফ্রেমের সঙ্গে লাগিয়েও ঝুলিয়ে দিতে পারেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: